ভারতের কোনও সেনাকে আটক করেনি চিন, সাফ জানাল Indian Army
![]() |
ভারতের কোনও সেনাকে আটক করেনি চিন, সাফ জানাল Indian Army |
নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভারতের কোনও সেনা বা আইটিবিপি জওয়ানকে চিন সীমান্তে আটক করা হয়নি। এমন খবর ভুল বলেই জানিয়েছিল ভারতীয় সেনা। রবিবার সকালেই একথা জানালেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র আমান আনন্দ।
এদিন তিনি বলেন, সীমান্তে কোনও ভারতীয় জওয়ানকে আটক করা হয়নি। এই খবর সঠিক নয়। এমন খবর প্রকাশ্যে আতীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আরোও পড়ুন
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, সম্প্রতি ভারতীয় সেনা ও কয়েকজন আইটিবিপি জওয়ানকে আটকও করেছিল চিন। পরে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়, অস্ত্রশস্ত্রও ফেরত দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে যে কিছুক্ষণের জন্য আটক করা হয়েছিল তাদের।
তবে গত কয়েকদিন ধরে চিন সীমান্তে ভারত-চিন সেনার মধ্যে উত্তেজনার খবর বারবার শিরোনামে উঠে আসছে। ইতিমধ্যে কিছু স্যাটেলাইট ইমেজও দেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই অঞ্চলে অন্তত ৮০টি তাঁবু বানিয়েছে চিনের সেনাবাহিনী। এমনকি তাদের হাতে বাংকার তৈরির মেশিনপত্র আছে বলেও জানা গিয়েছে।
প্রথমে প্যাংগং তোসো লেক ও পরে গালোয়ান ভ্যালিতে চিনের সেনা পাঠানোর খবর প্রকাশ্যে আসে। শোনা যাচ্ছে, ওই গালোয়ান ভ্যালিতে আরও বেশি চিনা সৈন্যের আনাগোনা বাড়ছে। গত দু’সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০০ টা তাঁবু লাগানো হয়েছে বলে সূত্রের খবর।
এমনকি কিছু মেশিনপত্রও আনা হয়েছে, যা দিয়ে বাংকার তৈরি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে শুক্রবার সবার অজান্তে লে-তে ঘুরেও এসেছেন সেনাপ্রধান এমএম নারাভানে।
সম্প্রতি এমন খবরও শোনা যায় যে, লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের পূর্ব তীরে একের পর এক চিনা নৌকা জমায়েত করছে। বাড়ানো হয়েছে নজরদারি। উল্লেখ্য এই লেকের পূর্ব প্রান্ত চিনের সীমান্ত হলেও, পশ্চিম প্রান্ত ভারতের অধীনে। সেখানেই রাস্তা তৈরি করেছে ভারত। তা নিয়েই আপত্তি চিনের।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)