জ্বালানীর মূল্যবৃদ্ধি, দেশ জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস, বললেন আবু হাসেম
অমিয় ঘোষ,মালদা:- জ্বালানীর দাম দেশে ক্রমবর্ধমান। আজ ২১ দিন ধরে রোজই দেশে জ্বালানীর করে দাম বাড়ছে। কোনও কোনও রাজ্যে ডিজেলের দাম পেট্রোলকে ছাড়িয়ে গেছে, যা সাধারণের ভাবনার বাইরে। এর বিরুদ্ধে কংগ্রেস এবার দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে। এমনই জানিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেন, “সারা বিশ্বে জ্বালানীর দাম কমছে। আর আমাদের দেশে জ্বালানীর দাম নরেন্দ্র মোদী সরকার ক্রমেই বাড়িয়ে চলেছে। এর ফলে সাধারণ মানুষের ওপর ভয়ঙ্কর চাপ আসছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। একদিকে করোনা, লকডাউন চলছে। তার ওপর মানুষের চাকরিবাকরি চলে যাচ্ছে। এসব দিকে কেন্দ্রের নজর নেই। তাই এআইসিসি-র পক্ষ থেকে শীঘ্রই বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে দেশ জুড়ে বড় রকমের আন্দোলনে আমরা নামবো।” এর আগে এই একই ইস্যুতে বৃহত্তর আন্দোলনের কথা বলেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
প্রবীণ এই রাজনীতিক বলেন, “এই সরকারটা গরিবের পকেট কেটে নিচ্ছে। দেখলেন না, করোনা প্যাকেজ বানাতে গিয়ে শুধু ঋণের ঢালাও ব্যবস্থা করে দিল। আমরা বলেছিলাম গরিব মানুষের ব্যাংকে টাকা দিতে, এটা অর্থনীতিবিদরাও বলেছিলেন। কিন্তু কেন্দ্রের সরকার তা শুনলো না। ২০১৪ সাল থেকে ২০২০-র জুন পর্যন্ত ধাপে ধাপে পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে মোদী সরকার ১৮ লক্ষ কোটি টাকা এ পর্যন্ত আয় করেছে। আর এই টাকাটা পুরোটাই সাধারণ মানুষের ওপর থেকে ওরা আদায় করে নিয়েছে, এক প্রকার চাপ দিয়ে । আমরা এই অপদার্থ সরকারের বিরুদ্ধে এবার সর্বতোভাবে আন্দোলনে নামবো।মানুষকে বোঝাবো কেন্দ্রের মোদী সরকার কতটা জনবিরোধী।”
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)