বেলাগাম সংক্রমণ, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬০ হাজার ছুঁই ছুঁই



বেলাগাম সংক্রমণ, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬০ হাজার ছুঁই ছুঁই




নিউজ ডেস্ক, নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আনলক. ১ তৎপরতা শুরু হতেই বেলাগাম সংক্রমণ ভারতে। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। দেশে করোনায় মৃত্যু বেড়ে ৭ হাজার ১৩৫। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্টোদিকে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। সোমবার সকাল পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন।






মারণ ভাইরাস ক্রমেই গ্রাস করছে গোটা দেশকে। সংক্রমণ কমার কোনও লক্ষ্মণই নেই। একটানা লকডাউনেও বেড়ি পরানো যাচ্ছে না করোনার সংক্রমণে। আক্রান্তের নিরিখে একের পর এক দেশকে টপকে যাচ্ছে ভারত। সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত বেড়ে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ।




আক্রান্তের সংখ্যার নিরিখে এর মধ্যেই চিনকে টপকে গিয়েছে মহারাষ্ট্র৷ গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে নতুন করে ৩,০০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৯৭৫। মহারাষ্ট্রে করোনায় এখনও পর্যন্ত ৩০৬০ জনের মৃত্যু হয়েছে।




আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে নতুন করে আরও ১ হাজার ৫১৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৬৬৭। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ২৬৯।




রাজধানী দিল্লিতে সোমবার সকাল পর্যন্ত মোট ২৭,৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৭৬১। গুজরাতে এখনও পর্যন্ত ১৯ হাজার ৫৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোদী-গড়ে করোনায় মৃত বেড়ে ১ হাজার ২১৯।










এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন