“রাজ্য সরকার শ্যামল দের পরিবারের পাশে আছে, থাকবে”-সৌমেন মহাপাত্র
অমিয় ঘোষ,পশ্চিমবঙ্গ: দেশের সেবায় শহীদ শ্যামল দেকে শেষ শ্রদ্ধা জানালো সবংবাসী। পরিবারের পাশে এসে দাঁড়ালেন নেতারাও।
এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনীতি ভুলে শ্রদ্ধা জানাতে উপস্থিত তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম। শ্রদ্ধা জানাতে হাজির মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ দেব, মানস রঞ্জন ভুঁইয়া, পুলিশ সুপার দীনেশ কুমার,অজিত মাইতি, ভারতী ঘোষ, মহঃসইফুল। শেষ শ্রদ্ধা জানালো সি আর পি এফের আই জি,ডি আই জি, ও অনান্য সেনা কর্মীরা। শ্রদ্ধা জানালো স্কুলের বন্ধু ও গ্রামবাসীরা।
ঘটনায় মর্মাহত সাংসদ দেব, মন্ত্রী সৌমেন মহাপাত্র, মানস রঞ্জন ভুঁইয়ারা। “রাজ্য সরকার শ্যামল দের পরিবারের পাশে আছে, থাকবে” এমন বললেন সৌমেন মহাপাত্র। এদিন মন্ত্রী সৌমেন মহাপাত্র শ্যামলের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)