ফের নতুন প্রেম ধোনির জীবনে! মজে রয়েছে সারাক্ষণ
নিউজ ডেস্ক : ‘মহেন্দ্র সিং ধোনি! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অন্যতম নাম। জনপ্রিয় তো বটেই সেই সঙ্গে খুব ই সফল অধিনায়ক ছিলেন। আগামী মাসেই ৩৯ এ পড়বেন ধোনি। ঘরে রয়েছে স্ত্রী সাক্ষী, আর রয়েছে ছোট্ট মেয়ে জিভা। এমন অবস্থায় আবার নতুন প্রেমে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক! ভাবছেন, এ কেমন কথা?
তাহলে জানুন পুরো ঘটনাটি। গাড়ি আর মোটর সাইকেলের প্রতি ধোনির ভালোবাসার কথা বলতে গেলে কমবেশি সবারই জানা। আর তাঁর এই ভালোবাসা পুরোনোই। নতুন করে আরেকটি জিনিসেরই প্রেমে পড়েছেন ধোনি। আর তার সেই প্রেম হলো ট্রাক্টর। এবার আর গাড়ি বা মোটর সাইকেল নয়, ধোনি কিনে নিয়েছেন একটি নতুন ট্রাক্টর। আর সেটা নিয়েই সারাক্ষন মজে রয়েছেন তিনি। অনেকেই হয়তো জানে না, ধোনির নিজস্ব ফার্ম রয়েছে। সেই ফার্মে ই এই ট্রাক্টরের ব্যবহার করবেন তিনি।
নতুন ট্রাক্টর কিনে সেটি চালানোর ভিডিও টুইটারে দিয়েছেন ধোনি। আর সেই ভিডিও আবার শেয়ার করেছে চেন্নাই সুপার সুপার কিংস। বর্তমান সময়ে করোনার কারণে পাওয়া বিরতিতে অনেক ক্রিকেটারেই ঘরে বসে দিন কাটাচ্ছেন। ধোনি অবশ্য সেই দলে পড়েননা। ’ক্যাপ্টেন কুল’ সময়টা উপভোগ করছেন নানাভাবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)