গলার নলি কাটা দেহ চাঁচল ২ নং ব্লকে তোলপাড় মালতিপুর এলাকা।
গলার নলি কাটা দেহ চাঁচল ২ নং ব্লকে তোলপাড় মালতিপুর এলাকা।
অমিয় ঘোষ,মালদা :- চাঁচল-২ ব্লকের মালতিপুর গ্রামপঞ্চায়েতের কালীগঞ্জ গ্রামে গলার নলি কাটা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়,মৃত ব্যক্তির নাম সনুয়া শেখ।সোমবার রাত প্রায় সাড়ে ন'টা নাগাদ সনুয়া শেখ (৫০) খুন হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ছুটে যান চাঁচল থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, নলিকাটা দেহটি শোওয়ার ঘর থেকে উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তি সনুয়া শেখের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে।
পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জন্যই খুন হয়েছেন সনুয়া শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। নিথর দেহটি মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন চাঁচল থানার পুলিশ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ,দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)