এবার মৎস্যজীবীরা পাবে ১০ হাজার টাকা! বড়ো ঘোষণা রাজ্য সরকারের
নিউজ ডেস্ক : একদিকে করোনা অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়। একসঙ্গে দুটোকে সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্য সরকার। করোনা আতঙ্কের মাঝেই কয়েক ঘন্টার মধ্যেই গোটা রাজ্যকে নড়িয়ে দিয়েছিলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আমফান’। তার জেরেই ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ ঘর-বাড়ি, ফসল আরো অনেক কিছু। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার নৌকা। যে নৌকা ছোটো ছোটো মৎসজীবীদের পেট চালায়। এবার তাদের উদ্দেশ্যই মমতার ঘোষনা।
ক্ষতিগ্রস্ত মানুষদের আবারও স্বাভাবিক জীবনে ফেরাতে, সরকার যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে। ২৯ শে মে মমতা ব্যানার্জি, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষনা করেন। আর ঘোষনা করার সঙ্গে সঙ্গেই এক লাখ মানুষের একাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিলেন। আর তার ঠিক চারদিনের মাথায় গতকাল ২রা জুন ৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে বাড়ি সারানোর টাকা। প্রায় ২৩ লক্ষ ক্ষতিগ্রস্ত চাষিদের দেওয়া হয়েছে ফসল খয়রাতির টাকা। দেওয়া হয়েছে, ২ লক্ষ ক্ষতিগ্রস্ত পান চাষির টাকা।
আর এবারের ঘোষনা মৎসজীবীদের জন্য। মমতা জানান, ‘আমফানের ফলে অনেক নৌকার ক্ষতি হয়েছে। যাদের ছোটো নৌকা ভেঙে গিয়েছে, তাদের মৎস দপ্তরের তরফে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।” মমতার এই ঘোষণার ফলে উপকৃত হবেন অনেক অনেক মৎসজীবী ও নৌকা যাদের জীবিকা সেই সকল মানুষেরা। এছাড়াও মমতা জানান যে, আগামী ৫ ই জুন থেকে সুন্দরবনে মোট ৫ কোটি ম্যানগ্ৰোভ গাছ লাগানোর কাজ শুরু হবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)