বুধবার খুলছে কালীঘাট মায়ের মন্দির
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার খুলছে কালীঘাট কালী মন্দির। জানালেন কালীঘাট মন্দির সেবায়েত কমিটির সেক্রেটারি দীপঙ্কর চট্টোপাধ্যায়। তিনি বলেন, “করোনার ফলে সারা দেশে গত ২৪ মার্চ মাঝরাত থেকে লকডাউন হয়ে যায়। ২৫ মার্চ থেকে কালীঘাট মায়ের মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়ে যায়।
সেই থেকে শুধু মায়ের নিত্যপূজা চলছিল। তবে গত ৮ জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান খোলার সরকারি নির্দেশ থাকলেও মন্দিরের সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি না করে টেম্পল কমিটি মন্দির খুলতে রাজি হয় নি। এরপর পাঁচটি স্য়ানেটাইজেশন গেট তৈরীর ব্যবস্থা করে দেয় এক ভক্ত। এই গেট পার হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। তার ফলে দর্শনার্থীদের স্য়ানেটাইজেশন হয়ে যাবে। এই গেটের কাজ শেষ হয়েছে। তাই বুধবার সাধারণের জন্য খুলে যাচ্ছে মায়ের মন্দির।” আপাতত ১০ জন করে দর্শনার্থী পুজো দিতে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের গর্ভগৃহে দুজন করে পুরোহিত থাকবেন। বিধি মেনে খোলা থাকবে মন্দিরের বাইরের ডালার দোকান ।
[আরও পড়ুন:- জ্বালানীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভে বাম-কংগ্রেস ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে,