মাক্স ও সিনিটাইজার বিতরণ করল মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ
অমিয় ঘোষ,মালদা:- মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ইংলিশবাজার শহরে পথ চলতি মানুষ ও সবজি বিক্রেতা ও ছোট দোকানদার হাতে মাক্স ও সিনিটাইজার তুলে দেওয়া হল।আজ মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ইংরেজবাজার শহর তৃণমূল ছাত্র পরিষদ ও মালদা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা রথবাড়ী মার্কেট সংলগ্ন এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো।
উক্ত মানবিক কার্যকলাপে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় প্রসুন রায়। তিনি নিজেই জনসাধারণকে মাস্ক পরিয়ে দেন ও মানুষের হাতে স্যানিটাইজার তুলে দেন।
মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসুন রায় মহাশয় বলেন, এই মরামারির সময়ে দূরত্ব বজায় রেখে চলা ফেরা করতে এবং উনি বলেন সচেতনতা অবলম্বনই হচ্ছে এই করোনার হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র পথ তাই জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না , এবং জরুরী প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ,দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)