বাড়ছে সংক্রমণ, করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: রাজ্যে লাফিয়ে বাড়ছে মারণ করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে করোনা ও লকডাউন পরবর্তী কার্যকলাপ নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী ছাড়াও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন।
রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। আনলক ১ পর্বে আমজনতা রাস্তায় বেরোতেই হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একটানা লকডাউনেও মেলেনি ফল।
করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে বাংলায়। সোমবার বিকেল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এরাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯৪৫। রাজ্যে করোনায় মৃত বেড়ে ৫৫৫। এখনও পর্যন্ত ৮ হাজার ২৯৭ জন করোনামুক্ত হয়েছেন।
এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সব পরিষদীয় দলনেতাদের বৈঠকে ডাকা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল থেকে দু’জন করে প্রতিনিধিকে বৈঠকে ডাকা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
করোনা মোকাবিলায় সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ করছে রাজ্য সরকার। করোনা এড়াতে সতর্কতামূলক প্রচার, করোনা টেস্ট বাড়ানো-সহ একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। একইসঙ্গে হাসপাতালগুলিতেও বেড বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ করছে রাজ্য সরকার।
করোনা মোকাবিলায় দেশজুড়ে মার্চ মাসে লকডাউন কার্যকর হওয়ার আগেও মুখ্যমন্ত্রী নবান্নে সর্বদল বৈঠক করেছিলেন। সেই বৈঠকেও বিরোধী রাজনৈতিক দলগুলির মতামত নিয়েছিল রাজ্য সরকার। এবার ফের একবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Googlenews
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।