“দিদিভাই-মোদীভাই”- একই, বললেন সুজন
নিউজ ডেস্ক : সিঙ্গুরে টাটা-র গাড়ির কারখানা রুখতে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভূমিকা স্মরণ করিয়ে বুধবার ট্যুইট করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
ছবি গুলো চিনতে পারছেন? যেদিন সিঙ্গুর থেকে গাড়ী কারখানা তাড়িয়েছিলেন, সেদিনই বাংলার যুব সমাজের স্বপ্নভঙ্গ হয়েছিল, মাননীয়া। বাংলার সর্বনাশের এই অভিযানে তৃনমূলের শক্তি ছিল বিজেপি। আজকে ওরা সাধু হতে চায়! বাংলার এই সর্বনাশের দায় তৃনমূল এবং বিজেপির। দিদিভাই-মোদিভাইয়ের গোপন খেলা! pic.twitter.com/SxjsMfakNA
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) June 10, 2020
কিছু ছবি দেখিয়ে তিনি লিখেছেন, “ছবি গুলো চিনতে পারছেন? যেদিন সিঙ্গুর থেকে গাড়ী কারখানা তাড়িয়েছিলেন, সেদিনই বাংলার যুব সমাজের স্বপ্নভঙ্গ হয়েছিল, মাননীয়া। বাংলার সর্বনাশের এই অভিযানে তৃনমূলের শক্তি ছিল বিজেপি। আজকে ওরা সাধু হতে চায়! বাংলার এই সর্বনাশের দায় তৃনমূল এবং বিজেপির। দিদিভাই-মোদিভাইয়ের গোপন খেলা!” এই ট্যুইট প্রমাণ করছে বামেরা সরাসরি রাজ্যে তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ করছে|
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)