দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৬,৫৯৮
নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমণ। একটানা লকডাউনেও সংক্রমণে বেড়ি পরানো যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮।
দেশে করোনায় মৃত বেড়ে ৭ হাজার ৪৬৬। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন।
বেড়েই চলেছে মারণ করোনার সংক্রমণ। দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে প্রায় ৯০ হাজার ছুঁতে চলেছে আক্রান্তের সংখ্যা।
মঙ্গলবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৫২৮। মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৩ হাজার ১৬৯।
সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ২২৯। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনায় ২৮৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে যাবতীয় তৎপরতা নিলেও সংক্রমণের পায়ে বেড়ি পরাতে হিমশিম দশা রাজ্য প্রশাসনের।
রাজধানী দিল্লিতেও ক্রমেই বাড়ছে উদ্বেগ। ২৯ হাজার ৯৪৩ জন এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। করোনার সংক্রমণ ছড়াচ্ছে গুজরাতেও।
ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে পরিস্থিতি। মঙ্গলবার সকাল পর্যন্ত গুজরাতে ২০ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ১২৮০।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)