বিয়ে বাড়ি বা ধর্মীয় সভায় ২৫ জনের বেশি জমায়েত নয়: মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, কলকাতা: রাজ্যে বেড়ে চলা করোনার সংক্রমণে লাগাম পরাতে এবার লকডাউন আরও বাড়ানোর ঘষোণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা পর্যালোচনা করে ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে রাজ্যে লকডাউনের এই পর্বে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ধর্মীয় সভা, বিয়ে বাড়ি বা যেকোনও অনুষ্ঠানে সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবেন।
টানা লকডাউনের পর শুরু হয়েছেন আনলক ১ তৎপরতা। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রাজ্যগুলি। স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টায় বাংলাও। ধাপে ধাপে শুরু হয়েছে গণ পরিবহণ ব্যবস্থা।
তবে পরিবহণ ব্যবস্থা চালু হতেই রাজ্যে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়তে শুরু করেছে। ক্রমেই তা বিপজ্জনক রূপ নিচ্ছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
পরিস্থিতির কথা বিচার করেই লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের এই পর্বে সবরকম ধর্মীয় সভা, বিয়ে বাড়ি বা যেকোনও অনুষ্ঠানে সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবেন। তবে সেক্ষেত্রেও করোনার সংক্রমণ রুখতে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বা ধর্মীয় সভা যোগদানকারীদের মাস্ক পরে আসা বাধ্যতামূলক। এরই পাশাপাশি মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বজায়ের বিধি। অনুষ্ঠানস্থলে রাখতে হবে স্যানিটাইজার। করোনার সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অনুষ্ঠান পরিচালনায় অনুমতি দেওয়া হবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)