ফোর্বসের তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয়
এন্টারটেনমেন্ট ডেস্ক: এ বছর সর্বাধিক উপার্জনকারী তারকাদের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে ফোর্বসের তালিকায় উঠে এল অক্ষয় কুমারের নাম। ২০২০-তে ফোর্বসের ১০০জন সর্বাধিক উপার্জনকারীর মধ্যে ৫২ নম্বরে রয়েছেন অক্ষয়।
তবে গত বছরও ফোর্বসের তালিকায় ৩৩ নম্বরে ছিল অক্ষয় কুমারের নাম। গত বছর অক্ষয়ের আয় ছিল ৬৫ মিলিয়ন ডলার। এবছর ফোর্বসের তালিকায় ৫২ নম্বরে থাকা অক্ষয়ের আয় ৪৮.৫ মিলিয়ন ডলার। এছবর হলিউড অ্যাক্টর উইল স্মিথকেও ছাপিয়ে গিয়েছেন আক্কি। ৪৪.৫ মিলিয়ান ডলার আয় করে স্মিথ রয়েছেন ৬৯ নম্বরে। ৩৫.৫ মিলিয়ান ডলার আয় করে অ্যাঞ্জেলিনা জোলি রয়েছেন ৯৯ নম্বরে।
এখানেই শেষ নয়, রিহানা-৬০, কেটি পেরি- ৮৬, লেডি গাগা ৮৭, জেনিফার লোপেজ রয়েছেন ৫৬ নম্বরে। অর্থাৎ এদের সকলকেও ছাপিয়ে গিয়েছেন অক্ষয়। এবছর সর্বাধিক উপার্জনকারী ভারতীয় তারকার মধ্যে রয়েছেন অক্ষয়। এমনকি অক্ষয় যে করোনা প্রকোপের কারণে দেশের স্বার্থে ৪.৫ মিলিয়ন ডলার দান করেছেন, সেটাও উল্লেখ করা হয়েছে ফোর্বসের তরফে।
এমনকি অক্ষয় যে আমাজন প্রাইমের ওয়েব সিরিজ 'দ্যা এন্ড'-এর মাধ্যমে ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন সেকথাও বলা হয়েছে ফোর্বসের তরফে। পাশাপাশি এবছরই মুক্তি পাচ্ছে 'বচ্চন পান্ডে', 'বেল বটম'-এর মতো ছবি।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)