করোনা প্রতিরোধে নয়া আবিষ্কার, তাক লাগালো আসানসোলের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
নিউজ ডেস্ক : দীর্ঘ লকডাউনে বাড়ির মধ্যে একপ্রকার বন্দী সবাই। সারাদিন বাড়িতে বসে সময় কাটাতে অনেক মানুষ তাদের পছন্দের জিনিসকে বেছে নিয়েছেন। কেউ ছবি এঁকে, কেউ গান আবার কেউ নাচ এইসব করে দিন অতিবাহিত করছেন। আর আসানসোলের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরান হাসান আবিষ্কার করে ফেললো‘ নন কনট্যাক্ট সুইচিং সিস্টেম’। এটির খবর জানা মেট্রো সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।
জ্যৈষ্ঠের প্রখর গরমে নাজেহাল বঙ্গবাসী। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তবুও গরমের দাপট কমছে না। বরং বাড়ছে। আজ সকাল থেকেই রোদের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের দাপট। এতটাই গরম পাখা ছাড়া একমুহুর্ত টেকা দায়। বাড়িতে না হয় হাত দিয়ে পাখা চালাবেন কিন্তু এখনতো অনেক অফিস খুলে গিয়েছে। ধরুন আপনি অফিসে গেলেন পাখার সুইচ অন বা অফ করতে কিন্তু আপনার আগে যদি করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি সেই সুইচে হাত দিয়ে থাকে সেখান থেকে আপনারও সংক্রমণ হতে পারে।
আতঙ্ক হবার আর দরকার নেই। এই চিন্তার অবসান ঘটিয়েছে কামরান হাসান নামে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আবিষ্কার করলো নন কনট্যাক্ট সুইচিং সিস্টেম। যার মাধ্যমে আপনি সুইচে হাত না দিয়েই সুইচ অন বা অফ করতে পারবেন। আল্ট্রা সোনিক সিস্টেম রয়েছে এই ডিভাইসে। যার ফলে আপনি যে সুইচে হাত দিতে চান তার সামনে হাত রাখলেই সুইচ অন বা অফ করতে পারবেন, হাত দেওয়ার প্রয়োজন নেই। এই ডিভাইস টি তৈরি করতে মাত্র খরচ হয় ৩৬০ টাকা। কামরান হাসান মাত্র তিন দিনে কলেজের হার্ডওয়ার ক্লাবের সদস্য এবং শিক্ষক সৌমেন সেন এর সহযোগিতায় এই ডিভাইস টি তৈরি করেছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)