ভারতীয় ক্রিকেটার নাকি রামায়ণের হনুমান ! 

ভারতীয় ক্রিকেটার নাকি রামায়ণের হনুমান !

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন এমন একখানা ছবি পোস্ট করলেন যা দেখে আপনারও হয়তো মুখ থেকে বেরিয়ে যাবে- জয় শ্রীরাম। কেরলের ক্রিকেটার সঞ্জু। দেশের মাটি যেখানে শেষ হয়ে সমুদ্রের শুরু। তাই ফিনেস ট্রেনিংয়ের জন্য সমুদ্র সৈকতে যান সঞ্জু। আসলে সমুদ্র তীরের বালি ফিটনেস ট্রেনিংয়ের জন্য কার্যকরী। ফুটবলার বা ক্রিকেটাররা সমুদ্রের তীরে দৌড়ে বা অন্য কসরত করে স্ট্রেন্থ বাড়ানোর চেষ্টা করেন। করোনার জন্য লকডাউন থাকায় আপাতত সবরকম ক্রিকেট বন্ধ। কিন্তু এবার সারা দেশে লকডাউন শিথিল হতে শুরু করেছে। লোকজন ঘর থেকে বেরোতে পারছেন। ক্রীড়াবিদরা আগের মতো না হলেও টুকটাক ট্রেনিং করতে পারছেন। সঞ্জু তাই চলে গিয়েছিলেন সমুদ্র সৈকতে।

সমুদ্রের ধারে সঞ্জু একখানা ছবি তুলে পোস্ট করলেন ইনস্টাগ্রামে। এমনকী ক্যাপশন-ও দিলেন রামায়নকেন্দ্রিক। সঞ্জু স্পেশাল এফেক্ট-এর সাহায্যে ছবিটিকে আকর্ষণীয় করে তুলেছেন। ছবিটি দেখে মনে হবে যেন হনুমান সীতাকে ফিরিয়ে আনতে আকাশপথে লঙ্কার দিকে রওনা দিয়েছে। একেবারে সেরকমই পোজ দিয়ে ছবিটি তুলেছেন সঞ্জু। তার নিচে ক্যাপশন করেছেন- পরের গন্তব্য লঙ্কা! ছবিটি দেখে মনে হবে যেন সঞ্জু সত্যিই হাওয়ায় উড়ছেন। ঠিক পবনপুত্র হনুমানের মতো। সঞ্জু সমুদ্র সৈকতে ট্রেনিংয়ের আরও ছবি পোস্ট করেছেন। তবে আপাতত তাঁর ওই ছবিটি নিয়েও চর্চা হচ্ছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা বেশ পছন্দ করেছেন সেই ছবি। তবে ভারতীয় দলের জার্সি গায়ে সঞ্জু এখনও আহামরি কিছু করতে পারেননি। চারটি ম্যাচে মাত্র ৩৫ রান করেছেন তিনি। যদিও আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে সঞ্জুর অনেক স্মরণীয় ম্যাচ রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটেও সঞ্জুর পারফরম্যান্স ঈর্ষনীয়।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন