গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের, গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে বড় পরিকল্পনা।



গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের, গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে বড় পরিকল্পনা।




অমিয় ঘোষ: বর্তমানে সারা ভারতে নিজের গাড়ি নেই এমন মানুষের সংখ্যা প্রায় খুবই কম। মোটরগাড়ি, স্কুটার থেকে শুরু করে চারচাকা ছোটো বড়ো গাড়ি প্রায় অনেকের‌ই রয়েছে। সেরকমই ভারতে অন্যান্য উন্নত দেশের মতোই কঠোর ট্রাফিক আইন খুব শক্ত রয়েছে। এবার গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক।


সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আনুমানিক আগামী মাসের মধ্যেই এই সংক্রান্ত সংশোধন নিয়ে আসতে পারে কেন্দ্র।শুধু তাই নয়, কেন্দ্রীয় পরিবহন দপ্তর এই বিষয়ে নোটিফিকেশন জারি করেছে। যদিও কয়েক মাস আগেও এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছিল । এই সংশোধনের পুরানো নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে।


নতুন নিয়মের সব থেকে উল্লেখযোগ্য  হল গাড়ি কেনার পর তা খারাপ হয়ে গেলে সেই নির্দিষ্ট গাড়ি তৈরির সংস্থার উপরে জরিমানা বাড়ানো হতে পারে। যা জরিমানার পরিমাণ এক্ষেত্রে ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ধার্য করা হতে পারে। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মে‌ও বড়ো সংশোধন করা হবে বলে জানা গিয়েছে।


 এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ,দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।



নবীনতর পূর্বতন