বলিউডে মঙ্গলবার শুরু শুটিং, টলিউডে শুটিং শুরু নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা, এন্টারটেনমেন্ট ডেস্ক: লকডাউন ৫ থেকেই মুম্বইয়ের স্টুডিও পাড়ায় শুটিং এ ধীরে ধীরে ছাড়পত্র মিলছে। সঞ্জয়লীলা বনশালীর ছবি ' গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবার প্রথম এমন ফিল্ম হতে চলেছে যার শ্যুটিং হবে লকডাউনের মধ্যে । ফলে এবার আলিয়া ভাট অভিনীত এই ছবি শ্যুটিং ফ্লোরে আসছে। এমনই জানিয়েছে প্রযোজনা সংস্থা। এতদিন লকডাউনের জেরে দেশের একাধিক পরিষেবা বন্ধ ছিল। বন্ধ ছিল শ্যুটিং। বলিউডের একাধিক ছবির শ্যুটিং আটকে রয়েছে। বহুমূল্য সেট এই সময় প্রায় ভাঙতে হচ্ছিল প্রযোজকদের কারণ ভাড়া গোনা সম্ভব হচ্ছিল না।
অন্যদিকে টলিউডে শুটিং শুরু নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেন কলাকুশলী ও প্রযোজকরা। কী ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ফ্লোরে শুটিং করা সম্ভব তা নির্ধারণ করতে এই বৈঠকে বসেন তাঁরা। আনলক-১ এ ছন্দে ফেরার চেষ্টায় ১ জুন থেকেই শুটিং শুরুর নির্দেশ ছিল টলিপাড়ার। কিন্তু ২ জুন দেখা গেল স্টুডিয়োপাড়া আজও সুনসান! মেক আপ রুমে আজও তালা। অভিনেতা বা টেকনিশিয়ানদেরও দেখা নেই।
আড়াই মাস পরে খুলে দেওয়া হয়েছে স্টুডিয়ো পাড়ার গেট। কিন্তু শুটিং শুরুর কোনও চিহ্ন দেখা যাচ্ছে না কোথাও। আর্টিস্ট ফোরামের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় বললেন, “আজ আমাদের প্রতিটি ফোরামের প্রতিনিধিরা মিটিং করবেন। সেই মিটিং-এর সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর ৪ জুন বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে তা পেশ করা হবে।” সেই মতোই এদিন বৈঠক করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যেই টলি পাড়ায় আবারও শুটিং শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)