ঘূর্ণিঝড় নিসর্গের ধাক্কা, বিল্ডিংয়ের দিকে ধেয়ে আসছে বিমান! মুহূর্তেই ভাইরাল ভিডিও
নিউজ ডেস্ক : ঘুর্নিঝড় ‘নিসর্গ’ মুম্বাই এ যে তাণ্ডব নৃত্য করে গেছে তার ফলস্বরূপ এর বিরাট এক দুর্ঘটনার সাক্ষী হতে চলেছিল ছত্রপতি শীবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দর। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছে ব্যাঙ্গালোর থেকে আগত ফেডেক্সের এমডি-১১ বিমান।
নিসর্গের জন্য গোটা মুম্বাই এখন জলে থইথই কান্ড। বিমানটি যখন ছত্রপতি শীবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করছিল তখন বিপাকে পড়ে। এমডি-১১ বিমানগুলি একটু বড় হওয়ায় ঝড়ো হাওয়ায় অবতরণের সময় অসুবিধায় পড়ে।
#CycloneNisarg #NisargaCyclone #CycloneNisargaUpdate #MumbaiCycloneAlert@FedEx cargo #aircraft flying in frm #Bengaluru
Landed Runway14 #Mumbai
Couldnt stop on time,skidded off #runway
#operations unhindered@FedExPilots @amulkapoor@Chopsyturvey @AviationSafety @ratty1610 pic.twitter.com/2nB67KxUei
— WingCoMats (@AbhishekMatiman) June 3, 2020
কিন্তু নিসর্গের দাপটে, তীব্র ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত বিমানটিকে বেসামাল করে দিয়েছিল। বিমানটি যেখানে দাঁড়ানোর ছিল সেখান থেকে অনেকটা এগিয়ে গিয়ে কোনমতে সামলেছেন পাইলট। আর একটু এগিয়ে গেলেই হতে পারত ভয়নক বিপদ। এই ঘটনার পর মুম্বই বিমান কর্তৃপক্ষ সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিমানের ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)