কোহলির বিরাট সাফল্যের রসায়ন কোন সিরিজ? জানালেন অধিনায়ক 





কোহলির বিরাট সাফল্যের রসায়ন কোন সিরিজ? জানালেন অধিনায়ক







স্পোর্টস ডেস্ক: আজ তিনি টিম ইন্ডিয়ার অধিনায়ক। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু কোন সিরিজের কোন ম্যাচ দিয়ে তাঁর সাফল্যের জয়যাত্রা শুরু হয়েছিল তা সামনে আনলেন বিরাট কোহলি। ২০১২ সালে বাংলাদেশে হয়েছিল এশিয়া কাপ। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়া টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর ম্যাচের বিরাট সাফল্যের পর কোহলিকে আর ফিরে তাকাতে হয়নি। ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলা অনবদ্য ইনিংস তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সে দলের ওপেনার মহম্মদ হাফিজ ও নাসির জামশেদের মধ্যে ২২৪ রানের পার্টনারশিপ হয়েছিল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৪৭.৫ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত। 


পাকিস্তানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ভারত। শূণ্য রানে সাজঘরে ফিরে যান ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিন নম্বরে ব্যাট করতে নেমে চাপের মধ্যে অনবদ্য ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। ১৪৮ বলে ১৮৩ রান করে ভারতের হাতে কার্যত ম্যাচ তুলে দিয়েছিলেন ভিকে। ২২টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। বিরাটকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন শচীন তেন্ডুলকর (৫২) ও রোহিত শর্মা (৬৮)।




২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও কিছুতেই ব্যাটসম্যান হিসেবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ওই ইনিংস তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জোগায় এবং সেখান থেকে তাঁর কেরিয়ার সঠিকভাবে টেক-অফ করে বলে দাবি করেছেন বিরাট কোহলি।  উল্লেখ্য এক বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার ৩৫৯ রান তাড়া করে জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচেও ৫০ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন