বাম পরিষদীয় নেতা সুজনের আবেদন
নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় টিম এসেছে রাজ্যের বিপর্যয় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে। এই প্রতিনিধিদলের প্রতি সিপিএম নেতা ও বিধান সভার বাং পরিষদীয় দলের নেতা সুজন চক্রপ্রবর্তীর আবেদন, “।আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করুন।” এছাড়াও এই প্রতিনিধি দলের উদ্দেশ্যে তাঁর আবেদন, বিপর্যস্ত এলাকায় দ্রুত আর্থিক সংস্থান করুন।
১. আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা চাই।
২. দ্রুত, যথাযথ কেন্দ্রীয় আর্থিক সংস্থান চাই।
৩. ক্ষতিগ্রস্তকেই সাহায্য। লুঠ-দলবাজী চলবে না।
৪. ত্রাণের টাকার স্বচ্ছ ও প্রকাশ্য হিসাব চাই।
৫. আবাস যোজনায় পাকা ছাদের বাড়ী চাই।
৬. আয়লার বাধ ও সুন্দরবন রক্ষা চাই।
ট্যুইট করে সুজনবাবু কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে ৬ দফা দাবি জানিয়েছে। তাতে তিনি লিখেছেন-
১. আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা চাই।
২. দ্রুত, যথাযথ কেন্দ্রীয় আর্থিক সংস্থান চাই।
৩. ক্ষতিগ্রস্তকেই সাহায্য। লুঠ-দলবাজী চলবে না।
৪. ত্রাণের টাকার স্বচ্ছ ও প্রকাশ্য হিসাব চাই।
৫. আবাস যোজনায় পাকা ছাদের বাড়ী চাই।
৬. আয়লার বাধ ও সুন্দরবন রক্ষা চাই।
শনিবারেই রাজ্যের কাছে এই প্রতিনিধি দলের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে রিপোর্ট দেওয়ার কথা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)