এলিট ফোর্সের হাতে খুব শীঘ্রই অগ্নি-৫, রেঞ্জে গোটা চিন



এলিট ফোর্সের হাতে খুব শীঘ্রই অগ্নি-৫, রেঞ্জে গোটা চিন




নিউজ ডেস্ক, নয়াদিল্লি: কিছুদিনের মধ্যেই ভারতের হাতে আসবে সেই অস্ত্র, যা দিয়ে আঘাত করা যাবে চিনের যে কোনও অংশে। ভারতের সামরিক শক্তি বাড়িয়ে হাতে আসছে অগ্নি-৫। ইতিমধ্যে শক্তিশালী এই মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। বছরখানেক আগে অত্যাধুনিক এই শক্তিশালী এই মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারতীয় সেনাবাহিনী। মিসাইলটি পরীক্ষার সময় সফল ভাবে দূরে রাখা কল্পিত শত্রুকে আঘাত করতে সক্ষম হয়েছে।




জানা যায়, পরমাণু অস্ত্র নিয়ে এটি ছুটতে পারে ৫০০০ কিলোমিটার। ৫ হাজার কিমি দূরে থাকা যে কোনও শত্রুকে মুহূর্তে ধ্বংস করতে পারে এই মিসাইল। খুব শীঘ্রই এলিট স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডোর হাতে চলে আসবে এই মিসাইল। এমনটাই বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর।





অত্যাধুনিক এই মিসাইল ভারতীয় সেনার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এসএফসি-কে দেওয়ার আগে অগ্নি-৫-এর রুটিনমাফিক পরীক্ষা চলছে এখন। চিনের বেজিং, সাংহাই, গুয়াংঝু তো বটেই, অগ্নি-৫-এর আওতায় এসে যাবে হংকং-ও।




আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়ার মত হাতে গোনা কয়েকটি দেশেরই হাতে এই ধরনের মিসাইল আছে। ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে ৭০০ কিলোমিটার পাল্লার অগ্নি-১, ২,০০০ কিলোমিটার পাল্লার অগ্নি-২, ২,৫০০ কিলোমিটারের অগ্নি-৩ ও ৩,৫০০ কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি-৪। এবার অগ্নি-৫-ও তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর হাতে।




অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলতে আরও বেশ কয়েকটি প্রকল্পের ওপর কাজ চালাচ্ছে কেন্দ্র। শুধু তাই নয়, মেক ইন ইন্ডিয়াতে অত্যাধুনিক আরও মিসাইল তৈরি করা হচ্ছে। তৈরি হচ্ছে যুদ্ধবিমান, কামান থেকে শুরু করে আরও সামরিক অস্ত্র।










এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন