পুরসভা ভোটের জন্য প্রস্তুত আছি: সাধন পান্ডে
নিজস্ব প্রতিনিধিঃ করোনা আবহে যদি পুরসভা নির্বাচন হয় তাহলে কি ভাবে প্রচার করবে রাজ্যের শাসক দল তৃণমূল? এই প্রশ্ন নিয়ে এএনএম নিউজ-এর তরফে যোগাযোগ করেছিলাম রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের সঙ্গে। তিনি জানান, ” এখনিই আমরা এই নিয়ে ভাবনা চিন্তা করি নি। এখনও আমাদের লড়াই করোনার বিরুদ্ধেই । কেননা এখনও করোনা থেকে আমরা নিষ্কৃতি পাইনি।
তবে এই ভাবে যদি চলতে থেকে তাহলে পুরো নির্বাচন নভেম্বরের আগে হবে না বলে আমার ধারণা। তখনও যদি করোনার দাপট একই রকম থাকে তাহলে ভার্চুয়াল মিটিং করে আমরা প্রচার চালাবো। পাশাপাশি রাজ্য নির্বাচিত কমিশন নিশ্চয় সুরক্ষা বিধি মেনেই নির্বাচন পরিচলনা করবে এটাই আমার আশা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)