ওরা ভয় পেয়েছে, তাই ভার্চুয়াল মিডিয়া বেছেছে, বললেন সেলিম
নিউজ ডেস্ক : মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন ভার্চুয়াল জনসভায় রাজ্যের মানুষকে দলের তরফে বার্তা দেবেন, ঠিক তার এক ঘণ্টা আগে কলকাতার রাজপথে নেমে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ চালাবে সিপিএম। সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এই কথা জানিয়েছেন।
তিনি বলেন,”বিজেপি ও তৃণমূল ভয় পেয়েছে। তাই মানুষের সামনে দাঁড়াতে পারছে না। এই জন্যই ওরা ভার্চুয়াল মিডিয়ায় প্রচার চালাচ্ছে। আমরা আজ সকাল ১০ টা থোকে ১১টা পর্যন্ত টালিগঞ্জ, লেকমার্কেটে শাসক বিরোধী বিক্ষোভ চালাব। বিকেল পাঁচটায় একই বিক্ষোভ চলবে গড়িয়াহাটে। এই বিক্ষোভ চলতেই থাকবে। আমরা রাস্তায় থাকব।” মহম্মদ সেলিম জানান, “লক আনলক ব্যর্থ, দুই সরকারের দিশা নাই, ভাষন নয় রেশন চাই”, এই হবে বিক্ষোভের স্লোগান।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)