নবান্নে বৈঠক, ফোনে ২২টি মিসড কলে পপুলার মুখ্যমন্ত্রী!
নিউজ ডেস্ক : করোনা ভাইরাস যেন মহামারীর আর এক নাম। তর তরিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। তার সঙ্গে লক্ষাধিক পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে ঢুকছে। সব মিলিয়ে ব্যতিব্যস্ত রাজ্য সরকার। তাই সমস্তরকম আলোচনার জন্য নবান্নের সভাঘরে সকলে ব্যস্ত ছিল মিটিং এ। ঠিক সবাই যখন মিটিং এর কেন্দ্রবিন্দুতে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মোবাইলে বারবার কল এসে মিটিং এ বারবার ব্যাঘাত ঘটাচ্ছিল।
মুখ্যমন্ত্রীর মোবাইলে ২ টো অজানা নং থেকে ২২ বার কল এসেছিলো। এতবার কল আসায় মুখ্যমন্ত্রী রীতিমতো বিরক্ত হয়ে যান এবং পুলিশ কমিশনার অনুজ শর্মাকে ডেকে বলেন, ‘অনুজ দেখ তো, কে বার বার ফোন করে বিরক্ত করছে’।
মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে তার পাশে বসে থাকা মুখ্যসচিব মজা করে বলেন, ‘ম্যাডাম আপনিতো অনেক পপুলার। তাই বারবার কল আসছে আপনার ফোনে’। মুখ্যসচিব এর মুখে এই কথা শুনে মমতাও হেসে ওঠেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)