আমেরিকায় ভেঙে দেওয়া হলো গান্ধীর মূর্তি! উত্তাল গোটা দেশ
নিউজ ডেস্ক : করোনা ভাইরাস গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশে মহামারীর সৃষ্টি করেছে। আমেরিকা তার ব্যতিক্রম নয়। আমেরিকায় করোনা সংক্রমণে যখন নাজেহাল গোটা দেশ,যখন দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তখন কৃষ্ণাঙ্গ হত্যার জেরে উত্তাল গোটা আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবক কে নির্মমভাবে হত্যা করে এক শেতাঙ্গ পুলিশ। তারপর থেকে গোটা আমেরিকা জুড়ে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে।
গত শুক্রবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে জড়ো হয়েছিলো আন্দোলন কারীরা। এবং সেই হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ এর পরিস্থিতি যখন বেসামাল বলে মনে হয়, তখন প্রেসিডেন্ট ট্রাম্প এর সুরক্ষার কথা মাথায় রেখে তাকে মাটির তলায় আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে যাওয়া হয় আত্মগোপন করার জন্য।
এখানেই শেষ নয়, এই বিক্ষোভের ক্ষোভ উগরে পড়লো মহাত্মা গান্ধীর মূর্তির ওপর। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে রয়েছে একটি গান্ধিজীর মূর্তি। ইতিমধ্যেই বিক্ষোভকারীরা সেই মূর্তি ভেঙে দিয়েছে। তবে এই মূর্তি কারা কারা ভেঙেছে তার এখনো স্পষ্ট হয়নি। তবে আমেরিকা পুলিশ এই বিষয়ে তদন্তে নেমে গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটন তথা ১৫ টি রাজ্যে মেতায়ন করা হয়েছে প্রায় ২,০০০ জন ন্যাশনাল গার্ড মেম্বারদের। এছাড়া, ৪০টি শহরে কারফিউ জারি হয় করা হয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)