জীবনযুদ্ধে হার, প্রয়াত বিখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ খান



জীবনযুদ্ধে হার, প্রয়াত বিখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ খান




 ইরফান খান, ঋষি কাপুরের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তার মাঝেই আবারও দুঃসংবাদ। ফের ইন্দ্রপতন। ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকে পাড়ি জমালেন সংগীত পরিচালক ওয়াজিদ খান। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।




কয়েকদিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না তাঁর। কিডনির সমস্যায় জেরবার হয়ে যাচ্ছিলেন ওয়াজিদ খান। কিডনি ট্রান্সপ্ল্যান্টও হয়েছিল তাঁর। তাই এ সংক্রান্ত সমস্যায় বেশ কয়েকবার হাসপাতালে ভরতি হতে হয়েছিল সংগীত পরিচালককে। সেই সময় অবশ্য যমে-মানুষে লড়াইতে জিতে যান ওয়াজিদ। তবে দিনকয়েক আগে আবারও কিডনির সমস্যা দেখা দেয়। তাই তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে চারদিন ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতালে ভরতির দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওয়াজিদ। তবে রবিবার রাতে তিনি হার মানেন। চিকিৎসকরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে প্রাণোচ্ছ্বল সংগীত পরিচালকের। সেলিম মার্চেন্ট টুইটে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন।




যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার বিশিষ্ট সংগীত পরিচালকের মৃত্যুর কারণ হিসাবে করোনার কথা উল্লেখ করেছেন টুইটে।




১৯৯৮ সালে পেয়ার ‘কিয়া তো ডরনা কিয়া’ দিয়ে পথচলা শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সলমন খানের বহু ছবিতে কাজ করেছেন ওয়াজিদ। ‘গর্ব’, ‘তেরে নাম’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘পার্টনার’, ‘দাবাং’ ছবিতে নিজের জাদুতে মন ছুঁয়েছেন দর্শকদের। ‘ভাই ভাই’ এবং ‘পেয়ার করনো’ গানেও সুর দিয়েছেন তাঁরা। এছাড়াও ‘সারেগামাপা’তে বিচারক ছিলেন সাজিদ-ওয়াজিদ। আইপিএল ৪-এর থিম সং ‘ধুম ধাড়াকা’ লিখেছিলেন তাঁরা। কিন্তু ওয়াজিদ খানের মৃত্যুতে ভেঙে গেল সাজিদ-ওয়াজিদ জুটি।




ওয়াজিদ খানের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। টুইটে দুঃখপ্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, বিশাল দাদলানি, শংকর মহাদেবন, বাবুল সুপ্রিয়, সোনু নিগম-সহ আরও অনেকে।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন