জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায় চাল পৌছালো কলকাতা সহ দুই ২৪ পরগনায়.

জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায় চাল পৌছালো কলকাতা সহ দুই ২৪ পরগনায়

কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমানের, গলসি শাখার জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায়, গলসি থেকে এক ট্রাক চাল পাঠানো হল কলকাতা সহ দুই ২৪পরগনা । রাজ্যে করোনা ও আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে আজ ওই ত্রান রাজ্য জমিয়তের দপ্তরে পাঠান তারা। জানা যায়, সাত টন চাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার কিছু জায়গার দূর্গত মানুষদের সাহায্যর্থে পাঠিয়েছেন তারা। রবিবার সকালে থেকেই জমিয়ত সদস্যরা নিজেরাই মাথায় চালের বস্তা তুলে ট্রাকে লোড দিলেন। তারপর কয়েকজন সদস্য সেই চালভর্তি ট্রাক নিয়ে রওনা দিলেন গন্তব্যে। 

পাশাপাশি জানা গেছে জমিয়ত একটি অরাজনৈতিক সংগঠন। যার সৈনিকরা স্বাধীনতার আগে থেকেই দেশের মানুষের জন্য কাজ করছেন। এখানে কোন দিন কোন জাত, ধর্ম, রাজনৈতিক রং বিচার করে কাজ করা হয় না। সম্প্রীতি ভালবাসা দিয়ে মানব জাতির দুর্দিনে পাশে থাকায় জমিয়তের আসল উদ্দ্যেশ্য। তবে এর পরই তারা আদিবাসীদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন জমিয়তের কর্মকর্তারা। পাশাপাশি দূঃস্থদের পাশে লাগাতার এমন সহযোগিতা করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন দেশ ব্যাপি, বলে জানান । তারা বলেন, নিজেদের সদস্য সহ এলাকার সাধারণ মানুষজন  তাদের ওই চাল সাহায্য করেছেন। (কল্যাণ দত্ত )




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন