দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমানের পলেমপুর সাউথ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবিরের। উন্নত এই দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্ত দান করেন। 
আজ বিশ্ব রক্তদাতা দিবসে, রক্তদান শিবিরের আয়োজন করেন পূর্ব বর্ধমানের,  দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কতৃপক্ষ। সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদাতারা তাঁদের মূল্যবান রক্ত দান করেন ওই রক্তদান শিবিরে। রক্তদান শিবিরের উদ্ভোধক ছিলেন শ্রী নবীন কুমার সাহা(ডি আই জি, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার )। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ ভট্টাচার্য, দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান সেখ হালিম, বিশিষ্ট সমাজসেবী শ্রী যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য, ট্রাস্টের সভাপতি সেখ আজিমুদ্দিন, ট্রাস্টের সম্পাদক আমিরুল আলী, সেহারাবাজার আল আমিন মিশনের সম্পাদক, এবং দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা  সফিকুল ইসলাম সহ ট্রাস্টের কর্মীবৃন্দরা। 

দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন