ফের নাইট কার্ফু জারি, নয়া গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক

ফের নাইট কার্ফু জারি, নয়া গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনা ভাইরাসকে। দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে, লকডাউন উঠে গিয়ে এখন দেশে শুরু হয়েছে আনলক ১। জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে ফের নাইট কার্ফু জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কোনও যাতায়াতে অনুমতি দেওয়া হবে না।

নয়া গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আনলক ওয়ানে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবাকে। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এই চিঠি পাঠিয়ে নাইট কার্ফুর কথা জানান। তবে বাস, জাতীয় ও রাজ্য সড়কের ওপরে চলা ট্রাকের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না বলে জানানো হয়েছে।

রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বাস ও ট্রাকের চলাচল নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পণ্য সরবরাহ, আমদানি-রফতানির কাজ এই সময়ের মধ্য চলতে পারে বলে জানানো হয়েছে চিঠিতে। এছাড়াও সেই সব মানুষদের ছাড় দেওয়া হয়েছে যারা বিমান, ট্রেন বা বাস থেকে নেমে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি নিজেদের কাছে রাখতে হবে। রাখতে হবে প্রমাণ পত্র। তবে দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট বাড়ার জেরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আতঙ্কে না ভুগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫। দেশে করোনায় মৃত বেড়ে ৮ হাজার ৪৯৮।

লকডাউনের পঞ্চম পর্বে শুরু হয়ে গিয়েছে আনলক ১ তৎপরতা। ধীরে ধীরে ছন্দে ফেরার মরিয়া চেষ্টায় গোটা দেশ। খুলেছে অফিস-আদালত, দোকান-বাজার। পথে নেমেছে গাড়ি। জনজীবন স্বাভাবিক করার এই পর্বেই মাত্রাছাড়া সংক্রমণ গোটা দেশে। দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষের ঘরে কড়া নাড়ছে। যদিও সুস্থও হচ্ছেন অনেকে।

শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫। জানা গিয়েছে বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে তথ্য পেয়ে এবার আরও কড়া হতে চলেছে কেন্দ্র। বেশিরভাগ এলাকায় মানা হচ্ছে না নিয়ম। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এমনই তথ্য হাতে এসেছে কেন্দ্রের।

যারা যারা নিয়ম মানবেন না, তাদের শাস্তিযোগ্য অপরাধের দায়ে পড়তে হবে বলে জানানো হয়েছে। করোনায় মৃতের হার কমলেও, আক্রান্তের সংখ্যা কোনওভাবেই কমানো যাচ্ছে না, এটাই চিন্তায় রেখেছে কেন্দ্রকে। বেশ কিছু রাজ্য সরকার কেন্দ্রের কাছে কড়া আইন চেয়েছে, যাতে সাধারণ মানুষকে নিয়ম পালন করতে বাধ্য করা যায়।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন