শুরু লা-লিগা, দুরন্ত জয় সেভিয়ার
স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের আবহে দর্শকশূণ্য স্টেডিয়ামেই শুরু হল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট লা লিগা। প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেল সেভিয়া। স্বাস্থ্য পরীক্ষার পরই মাঠে নামার অনুমতি দেওয়া হয় ফুটবলারদের। লকজাউন পরবর্তী লা লিগার প্রথম ম্যাচে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল সেভিয়া।
তিন মাস পর মাঠে নামা ফুটবলার মধ্যে অন্য তাগিদ চোখে পড়ে। তবে সেভিয়ার ফুটবলদের বেশি মরিয়া দেখায়। তাই এই ডার্বি ম্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ান তাঁরা। যদিও প্রথমার্ধে কোনও দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৬২ মিনিটের মাথায় গোল দিয়ে সেভিয়ার জয় নিশ্চিত করেন যথাক্রমে ওকাম্পোস ও ফার্নান্ডো।
রিয়াল বেতিসের বিরুদ্ধে ডার্বি জয়ের ফলে লা লিগা তালিকার তিন নম্বর স্থানে উঠে এল সেভিয়া। ২৮ ম্যাচ খেলে ৫০ পয়েন্টে অবস্থান করছে তারা। ২৭ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। সম পরিমাণ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)