বিশ্বের কাছে একঘরে চীন
নিজস্ব প্রতিনিধিঃ সারা বিশ্বের দরবারে চীন এখন একঘরে হয়ে পড়ছে। কানাডা প্রশসন চীনের বিরুদ্ধে “হোস্টেজে ডিপ্লোম্যাসি”-র অভিযোগ এনেছে। চীন দুই কানাডাবাসীকে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে আটক করে রেখেছে । কানাডার প্রধানমনন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় চীনের ওপর পুরোপুরি হতাশ । তবে তিনি চীনের এই কাজের জন্য আড়াল থেকেই প্রতক্ষ ভাবেই ব্যবস্থা নিয়ে চলেছেন।
কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রীল্যান্ড বলেন, “প্রধানমন্ত্রী চীনের এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকে রাখা দুই জনকে যতক্ষণ ছাড়ানো না যাচ্ছে ততক্ষণ কানাডা তার এই অবস্থান থেকে একচুল সরছে না। “চীনের হাতে ধৃত এই দুজনের নাম মাইকেল কোবরিগ এবং মাইকেল স্প্যাভোর।এই দুজনকে ২০১৮ সাল থেকে চীন আটকে রেখেছে। তবে চীন ও কানাডার সম্পর্কের অবনতি সেদিন থেকেই শুরু হয়েছে যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক আধিকারিককে কানাডা সরকার গ্রেফতার করে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত আদালত বলছে, মাইকেল কোবরিগ একজন গুপ্তচর, সে বেজিংয়ের তথ্য বিদেশে পাচার করতো।মাইকেল স্প্যাভোর বিরূদ্ধেও আদালত একই অভিযোগ এনেছে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত আদালতের এই রায় সাধারণত অভিযুক্তদের কোনও সুষ্ঠু বিচারের সুযোগ না দিয়েই তাদের রায় বা আদেশ চাপিয়ে দেয় ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)