রেশনে চালের সঙ্গে একদম ফ্রিতে মিলবে ডাল! দিনক্ষণ ঘোষণা রাজ্য সরকারের
নিউজ ডেস্ক : করোনা মহামারীর জেরে দীর্ঘদিন যে লকডাউন পরিস্থিতি চলছে, তার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের রোজগার নেই, তাই পেটে পড়েছে টান। তার ওপর ‘আমফান’ এর তাণ্ডবে রাজ্যের অবস্থা খুব শোচনীয়। বহু মানুষ তার মাথার ছাদ হারিয়েছে, বহু মানুষ ২ বেলা খেতে পাচ্ছেনা। সাধারণ গরীব মানুষদের জন্য তার মধ্যেই একটু স্বস্তির খবর। জুন, জুলাই ও আগস্ট মাসে রেশনে চাল, গম এর সঙ্গে ফ্রীতে মিলবে ডাল।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যসাথী প্রকল্প থেকে দেওয়া হবে এই ডাল। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রতি পরিবার পিছু ১ কিলো করে ডাল দেওয়া হবে এবং জুন মাসে দেওয়া হবে মুসুর ডাল এবং জুলাই ও আগস্ট মাসে দেওয়া হবে মুগ ডাল। মাসের মধ্য সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত ডাল দেওয়া হবে। এইভাবেই তিন মাস ডাল দেওয়া হবে।
সরকারের নির্দেশিকা অনুযায়ী, সবাই এই সুবিধা পাবেন না। যাদের এসপিএইচএইচ, এএওয়াই এবং পিএইচএইচ কার্ড রয়েছে তারাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় পড়বেন এবং ডাল পাবেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)