সংকটের আবহে স্বস্তির খবর, ভারতে করোনা মুক্ত লক্ষাধিক মানুষ, রইলো পরিসংখ্যান
নিউজ ডেস্ক : করোনা ভাইরাস গোটা বিশ্বকে প্রায় নাজেহাল করে দিয়েছে। বর্তমানে গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশগুলির কাছে করোনা মহামারীর আর এক রূপ। তর তরিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করনোর দিন দিন লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বিশ্বের সমস্ত উন্নত দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা এখনও পর্যন্ত করোনার প্রতিষেধক আবিষ্কার করতে ব্যর্থ।
আমেরিকায় করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ১৯ লক্ষ। মৃত্যু হয়েছে ১ লক্ষের বেশি মানুষের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত ২ লক্ষ ৪৭ হাজার ১২০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। দেশে মোট মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার জন মানুষের। হু হু করে বাড়ছে ভারতেও সংক্রমণের সংখ্যা।
লকডাউন শিথিল হবার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম দশ দেশের তালিকায় ভারত ৪৮ ঘন্টার ব্যবধানে ইতালি ও স্পেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।
তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লক্ষ ১৮ হাজার ৬৯৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ লক্ষ ২১ হাজার ৪৬৫ জন। পরিসংখ্যান বলছে ভারতে সংক্রমণ যে হারে বাড়ছে খুব শীঘ্রই ভারত চতুর্থ স্থানে চলে আসবে। যা দেখে রীতিমতো আতঙ্ক দেশের মানুষ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)