নজরে ২০২১, বঙ্গ-বিজেপিকে নিয়ে ভার্চুয়াল সভা করবেন শাহ





নজরে ২০২১, বঙ্গ-বিজেপিকে নিয়ে ভার্চুয়াল সভা করবেন শাহ







পাখির চোখ ২০২১। আগামী সপ্তাহেই বঙ্গ-বিজেপির সঙ্গে বৈঠকে বসছেন অমিত শাহ। করোনা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই আগামী বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে তৎপর বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই লক্ষ্যেই আগামী সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।




দেশজুড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে নোভেল করোনাভাইরাস। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতেও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যেতে অনড় গেরুয়া শিবির। ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।




গত লোকসভা ভোটে বাংলায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি। সেই তত্ত্বকে সামনে রেখেই এবার নতুন করে গেমপ্ল্যান সাজাতে তৎপর বিজেপির শীর্ষ নেতৃত্ব।




বাংলাকে ফোকাসে রেখে এবার আনলক. ১ পর্যায়ে বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী ৮ জুন অমিত শাহ পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বের নিয়ে ভার্চুয়াল সভা করবেন। বছর শেষে ভোট হওয়ার কথা বিহারেও।




যদিও করোনা আবহে বিহারে বিধানসভা ভোট ঠিক কবে হতে পারে তা নিয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানায়নি নির্বাচন কমিশন। বাংলার পাশাপাশি বিহার নেতৃত্বের সঙ্গেও ভিডিও কনফারেন্স মারফত বৈঠক করবেন শাহ।




জানা গিয়েছে, ৮ তারিখের এই সভার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাকে ৫ টি জোনে ভাগ করেছে গেরুয়া শিবির। জোন ধরে ধরে সভা চলবে ভার্চুয়াল পদ্ধতিতে। ভার্চুয়াল সভায় শাহের মন্তব্য রেকর্ড করা হবে। পরে সেই বক্তব্যই নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করবে বিজেপির বঙ্গ-ব্রিগেড





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন