১০০ বছর আগে মহামারী‌ সামলেছিল ভারত, তথ্য জানতে আগ্রহী কেন্দ্র

১০০ বছর আগে মহামারী‌ সামলেছিল ভারত, তথ্য জানতে আগ্রহী কেন্দ্র

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ঠিক একশো বছর আগে‌ ভারত সামাল দিয়েছিল মহামারীকে। তা আজ করোনা ভাইরাসের সঙ্গে লড়তে গিয়ে প্রাসঙ্গিক হয়ে উঠছে। সেদিনের সেই স্প্যানিশ ফ্লু মহামারী সঙ্গে কেমন করে লড়াই চালানো হয়েছিল সেইসব পদক্ষেপ কি এখনো কাজে লাগানো সম্ভব। সেটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্র। ফলে সেই সময়কার ইতিহাস ঘাটাঘাটি করে আজকের প্রজন্মকে যাতে তথ্য সরবরাহ করা যায় তার জন্য গবেষণায় নজর দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‌ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে শতবর্ষ আগের স্প্যানিশ ফ্লু ও তার প্রভাব নিয়ে গবেষণা করতে বলেছে।

ইউজিসির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারী সময়কালটা নিয়ে গবেষণা করে। তৎকালীন ঔপনিবেশিক ভারতের ব্রিটিশ সরকার কেমন ভাবে সামাল দিয়েছিল এবং অর্থনীতির উপর ওই মহামারী কেমন প্রভাব ফেলেছিল এই দুই বিষয়ে স্টাডি করতে বলেছে ইউজিসি। এই বিষয়ে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন ৩০ জুনের মধ্যে গবেষণার দল তৈরি করে আবেদন জানায়।

এ রাজ্য বলে নয় গোটা দেশেই শতবর্ষ আগের সেই মহামারী নিয়ে গবেষণার কাজ কমই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় ১৯১৮ সালে এ দেশে প্রথম মুম্বইতে এই রোগ প্রথম দেখা যায়। তারপর আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সেই সময়কার স্যানিটারি কমিশনার তখন একে জাতীয় বিপর্যয় বলে আখ্যা দেয়। বিভিন্ন হিসাব বলে ওই রোগের কারণে তখন ভারতে প্রায় এক কোটি আশি লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।

১৯১৮ সালের মে থেকে জুলাই ওই সময়টায় মুম্বইতে অপর্যাপ্ত বৃষ্টি এবং কলকাতায় তীব্র আর্দ্রতা দেখা গিয়েছিল। যার ফলে ওই মহামারী সময় আবার প্রবল দারিদ্র্য ও দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। অর্থাৎ রোগের পাশাপাশি একটা অর্থনৈতিক সংকট সেই সময় দেখা গিয়েছিল বলে কিছু গবেষণায় উঠে এসেছে।

বর্তমানে ভারতে প্রায় ৩,২০,০০০ করোনা আক্রান্ত হয়েছেন এবং ৯২০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে ভারত চতুর্থ স্থানে। পাশাপাশি ইউজিসি কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিকে বলেছে, গবেষকদের টিম বানিয়ে বিভিন্ন গ্রামে পাঠাতে এবং সমীক্ষা করে দেখতে এখন ওইসব গ্রামগুলি কেমন করে করোনার সঙ্গে লড়ছে। এছাড়াও গত কয়েক মাস আর্থসামাজিক দিক থেকে কি ধরনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন