এবার হজে ভারত থেকে কারা যাওয়ার সুযোগ পাবে জানুন
অমিয় ঘোষ :সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন সময় দেশটি পরিকল্পনা করছে এবার কম সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ার। দুটি নির্ভরযোগ্য সূত্রের মতে এবার প্রত্যেক দেশ থেকে মাত্র ২০ শতাংশ হজযাত্রীকে সুযোগ দেওয়া হবে হজ করার। অর্থাৎ বাকি ৮০ শতাংশ হজযাত্রী এবার সুযোগ পাবেন। পাশাপাশি বয়স্ক হজযাত্রীদেরও সুযোগ দেওয়া হবে না। খবর আল জাজিরা, খালিজ টাইমস ও রয়টার্সের। হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সৌদি আরবের দুটি সূত্র জানিয়েছে, প্রতি বছর ২.৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ হজযাত্রীকে হজ করার সুযোগ দেওয়া হয়। এবার সেই সংখ্যার মাত্র ২০ শতাংশকে সুযোগ দেওয়া হবে।
]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)