করোনার করুণাঃ ভারতের অর্থনীতি নামবে, বাড়বে চীনের
নিউজ ডেস্ক : মন্দা ক্রমেই বেড়ে চলেছে। এক কথায় ডিপ পকেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত ভয়াবহ মন্দা আসতে চলেছে বিশ্বজুড়ে বলে উল্লেখ করেছে বিশ্ব ব্যাঙ্ক। সোমবার বিশ্ব ব্যাঙ্ক তাদের সেমি অ্যানুয়াল গ্লোবাল প্রসপেক্ট রিপোর্ট প্রকাশ করে। বিশ্ব ব্যাংক জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের জন্য বিশ্বজুড়ে যে মহামারি শুরু হয়েছে, তাতে বিপুল সংখ্যক মানুষের রোজগার কমে গিয়েছে। কোভিডের ধাক্কায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির বহু কোটি মানুষ ফের দারিদ্রসীমার নিচে চলে গিয়েছেন। তার ফলে চলতি আর্থিক বছরে বিশ্বজনীন জিডিপি তথা মোট অভ্যন্তরীণ উৎপাদন ৫.২ শতাংশ হারে সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে মজার বিষয় হল অর্থনীতি নিয়ে একেবারে অন্য তথ্য উঠে আসছে চীনের পক্ষে। সেই পূর্বাভাসে বলা হয়েছে, বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতি সংকুচিত হলেও চীন মোকাবিলায় এগিয়ে থাকবে। মহামারির মধ্যেও চীনের অর্থনীতি ১ শতাংশ হারে বাড়তে পারে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)