জুলাই মাসেও খুলছে না স্কুল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা



জুলাই মাসেও খুলছে না স্কুল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা





  ৩০শে জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই মতো যদি স্কুল ১ লা জুলাই থেকে খোলে তাহলে কীভাবে সমস্ত কিছু সামলানো সম্ভব তা নিয়ে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে।




কিন্তু আজ বুধবার বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, জুলাই মাসেও স্কুল খুলবে না। তবে নির্ধারিত পরীক্ষা হবে। ১ লা জুলাই থেকে যদি স্কুল খোলে তাহলে সন্তানদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট উদ্বেগে ছিলেন অভিভাবকরা। কিন্তু এদিনে মুখ্যমন্ত্রীর ঘোষণাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে অভিভাবকদের।




আজ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঘোষণা করলেন যে, জুলাই মাসেও স্কুল খুলবে না। তবে নির্ধারিত পরীক্ষা হবে। একইসঙ্গে, বেসরকারি স্কুলগুলির প্রতি ফি না বৃদ্ধির আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান আরও বলেন, ‘৩০ জুন পর্যন্ত স্কুল ছুটি, মনে হয় জুলাই হয়ে যাবে। জুলাইয়ে স্কুল খুলবে না, পরীক্ষা হবে। বেসরকারি স্কুলের কাছে আবেদন ফি বাড়াবেন না। মানুষের হাতে এখন টাকা নেই। তাঁর এই মন্তব্যে স্বস্তি অভিভাবকদের মধ্যে।




অন্যদিকে, সেই মার্চ মাস থেকে বন্ধ স্কুল। ৩৩ কোটি পড়ুয়া অপেক্ষা করছে স্কুল খোলার জন্য। কবে থেকে স্কুল খুলবে, এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, গত ১৬ মার্চ থেকে বন্ধ আছে স্কুল। অগস্ট মাসের পর খোলা হতে পারে বলে জানিয়েছেন তিনি।




এর আগে মে মাসের শেষে রিপোর্ট এসেছিল যে ,জুলাই থেকে ৩০ শতাংশ পড়ুয়ার উপস্থিতিতে খোলা হতে পারে স্কুল। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বাড়িতেই থাকবে বলেও জানা গিয়েছিল। কিন্তু, সেই সম্ভাবনা আপাতত নেই, মন্ত্রীর বক্তব্য থেকে এমনটাই আভাস পাওয়া গিয়েছে।




সম্প্রতি সাক্ষাৎকারে পোখরিয়াল বলেন, অগস্টের পরে খুলবে স্কুল কিংবা কলেজ। সম্ভবত ১৫ অগস্টেরও পরে খোলা হবে বলে জানিয়েছেন তিনি। ১৫ অগস্টের মধ্যে সব পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ যেসব পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেসব পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে।




সিবিএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। আইসিএসই ও আইএসসি পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত।




সিবিএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। আইসিএসই ও আইএসসি পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত।




NEET ও JEE পরীক্ষা হবে জুলাই মাসে। NEET পরীক্ষা হবে ২৬ জুলাই। JEE পরীক্ষা হবে ১৮ থেকে ২৩ জুলাই। UGC, NCERT গাইডলাইন মেনেই হবে পরীক্ষাগুলি।






এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন