রেকর্ড ভেঙে বাংলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৯৬, মৃত ১০




রেকর্ড ভেঙে বাংলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৯৬, মৃত ১০




 আশঙ্কাই সত্যি হল৷ বিগত দিনের সব রেকর্ড ভেঙে বাংলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৯৬ জন৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল৷ শেষ ২৪ ঘন্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে।




সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৬ জন৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১৬৮ জনে৷ এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৪২৩ জন৷




গত ২৪ ঘন্টায় বাংলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনই কলকাতার বাসিন্দা৷ বাকি দুজনের একজন উত্তর ২৪ পরগণা৷ অপরজন বীরভূমের বাসিন্দা৷




এই পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৫ জন৷ এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ নতুন করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১০৪ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ২৪১০ জন৷




আক্রান্ত ও মৃতের দিক থেকে কলকাতার অবস্থা খুবই উদ্বেগজনক৷ কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন৷ যা অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ৷ ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৯৫ জনে৷ গতকাল এই সংখ্যাটা ছিল ২১৭৯ জনে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন৷ এই নিয়ে কলকাতার ৯৭০ জন সুস্থ হয়ে উঠেছেন৷




অন্যদিকে কলকাতায় মৃতের সংখ্যাটা বেশ উদ্বেগজনক৷ গত ২৪ ঘন্টায় শহরে ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে শুধু কলকাতাতেই মৃতের সংখ্যা দাঁড়াল ২২২ জন৷ যেখানে কলকাতা সহ সারা রাজ্যে মৃতের সংখ্যা মোট ৩৩৫ জন৷ এর মধ্যে কলকাতা বাদে বাংলায় মৃতের সংখ্যা মাত্র ১১৩ জন৷




গত ২৪ ঘন্টায় ৯৪৯৫ টি টেস্ট হয়েছে৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৯৪৮০৷ এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৭২৬ জন৷ গতকাল সংখ্যাটা ছিল ২ লক্ষ ১৩ হাজার ২৩১ জনের৷




বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪১টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ৩৪২৩ জনের । রাজ্যের মোট ৬৯ টি কোভিড হাসপাতলে ৮৭৮৫ টি বেড রয়েছে। আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।




বর্তমানে ৫৮২ টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ১৭ হাজার ৮০৪ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১ লক্ষ ৪৬ হাজার ৫৩৮ জন৷






এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন