অসহায় মানুষদের পাশে দাঁড়ালো গঙ্গাসাগর জগদ্ধাত্রী পুজো কমিটি
নিউজ ডেস্ক : আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ও লকডাউনের মধ্যে সাগরের দিন-আনা দিন-খাওয়া মানুষ, দুঃস্থ-দরিদ্র পাশে সাধ্যমতো দাঁড়ালেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে সৃষ্ট নবদিগন্ত তপস্যা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও ছয়েরঘেরী জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে ধবলাট, রুদ্রনগরব গংগাসাগর গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন আম্ফান বিধ্বস্ত ২০০ জন দুঃস্থ মানুষকে আলু -৫ কেজি, ডাল - ২কেজি, তেল ১ লিঃ, চিড়ে ১কেজি, চিনি- ১কেজি, সয়াবিন ১ কেজি, হলুদ ২০০গ্রাম, লংকা ২০০ গ্রাম, বিস্কুট ১ প্যাকেট, মুড়ি ১ কেজি, আমুল দুধ ২০০ গ্রাম, সাবান ১টা, ছোলার ছাতু ২০০গ্রাম - লবন ১কেজি এবং ৫২ জন দুঃস্থ গরিবদের ২০০০টাকা করে সাহায্যে করা হয়।
ছয়েরঘেরি জগদ্ধাত্রী পূজা কমিটি সম্পাদক প্রনব কুমার ভূঞা ও গৌতম পড়্যা বলেন আমরা জগদ্ধাত্রী পূজা করে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ পেয়েছি এই সময় দুঃস্থ গরিবদের সাহায্যে করতে পেরে এবং আরো বলেন আগামী দিনে এই দুঃস্থ গরিবদের পাশে থাকবো সবসময়, দুঃস্থ মানুষরা এই সময় সাহায্য পেয়ে খুশি হয়েছেন।
পাশাপাশি এদিন ওই পরিবারগুলিকে করোনার বিষয়ে সচেতন করেন।প্রণব বাবুদের এই উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
পাশে আছি আমরা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)