কারাগারের কোযারেন্টাইন সেন্টার থেকে পালাল দুই করোনা পজিটিভ বন্দি
নিউজ ডেস্ক, মুম্বই: কোয়ারেন্টাইন সেন্টার থেকে করোনা রোগীর পালানোর ঘটনা আগেও ঘটেছে৷ এবার কারাগারের কোভিড-১৯ কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেল বন্দি৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ জেলার হারসুল জেলে৷
সোমবার জেলর এমনটাই জানিয়েছেন৷ তিনি জানান, দুই বন্দি জানালার গ্রিল ভেঙে বিছানার চাদর নীচেই ঝুলিয়ে পালিয়ে গিয়েছে দুই বন্দি৷ এরা দু’জনেই জেলের কোভিড-১৯ কেয়ার সেন্টারে ছিল৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন জেলর৷
ঘটনায় কারাগারের দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং বেগমপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হারসুল জেলের জেলর পিটিআই-কে জানান, ‘দল পাঠানো হয়েছে এবং বন্দিদের সন্ধান চলছে।
দু’দিন আগে এখানে হারসুল কারাগারের ২৯ জন বন্দি করোন ভাইরাস টেস্ট হয়৷ এদের রিপোর্ট পজিটিভ ধরা পরে৷ তাদের একটি কোভিড-১৯ কেয়ার সেন্টারে চিকিত্সার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকেই দুই বন্দি পালিয়ে যায়৷
রবিবার রাত ১০ নাগাদ এই বন্দি, যারা ঔরাঙ্গাবাদের বাসিন্দা সাইয়েদ সাইফ ও আকরাম খান৷ দু’জনেই কারাগারের কোভিড-১৯ কেয়ার সেন্টারে ছিল৷ সেখান থেকেই নিরাপত্তাকর্মীদের চোখে ধূলো দিয়ে পালিয়ে যায়৷
এই বন্দির বিরুদ্ধে একাধির মামলা চলছে৷ সাইফের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে৷ আর আকরাম খানকে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান হারসুল কারাগারের জেলর৷
২৯ জন বন্দি করোনভাইরাস ধরা পরার পর তাদের কিলিয়ার্ক অঞ্চলের কোভিড-১৯ কেয়ার সেন্টারে ১৫টি কক্ষে চিকিত্সার জন্য রাখা হয়৷ জেলর জানিয়েছেন, এদের নিরাপত্তার জন্য দু’ জন অফিসার-সহ ১৪ জেল কর্মীকে সেখানে দুটি শিফটে মোতায়েন করা হয়েছিল৷ বন্দিদের কক্ষগুলি বাইরে বেড়নো আটকাতে৷ কিন্তু তারপরও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে জেল প্রশাসন৷ তবে নিরাপত্তা কর্মীরা পালিয়ে যাওয়ার সময় তাদের দেখে ফেলে ধাওয়া করে কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে দুই বন্দি পালিয়ে যায়৷
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)