শচীনের রেকর্ড ভাঙতে পারেন বিরাট, আশাবাদী ইরফান পাঠান

শচীনের রেকর্ড ভাঙতে পারেন বিরাট, আশাবাদী ইরফান পাঠান

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক- আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক  শচীন তেন্ডুলকর। টেস্ট ও এক দিনের ক্রিকেট মিলিয়ে তিনি ১০০ সেঞ্চুরির মালিক। যা অনন্য এক রেকর্ড। শচীনের সেই বিশ্বরেকর্ড কি কেউ ভাঙতে পারবেন? বা, কেউ কি স্পর্শ করতে পারবেন? ইরফান পাঠান ভরসা রাখছেন বিরাট কোহালির উপরে। এক লাইভ চ্যাটে তিনি বলেছেন, “আশা করছি বিরাট পারবে। কিন্তু কাজটা কঠিন। এক দিনের ক্রিকেটে শচীনকে ছাপিয়ে যাওয়া সম্ভব হলেও ১০০ সেঞ্চুরি মুখের কথা নয়। এটা বিরাটের ফিটনেস আর দীর্ঘ দিন খেলার উপর নির্ভর করবে। বিরাট যদি শচীনের মতো লম্বা সময় ধরে খেলতে পারে তবে হয়তো ও করতেও পারে।

উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহালির শতরানের সংখ্যা এখন ৭০। ওয়ানডে ফরম্যাটে তিনি করেছেন ৪৩ সেঞ্চুরি। আর টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটে এসেছে ২৭ সেঞ্চুরি। টেস্ট, এক দিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই তাঁর গড় পঞ্চাশের বেশি। এক দিনের ক্রিকেটে তিনি এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। টেস্টে তিনি এই মুহূর্তে রয়েছেন দুই নম্বরে, স্টিভ স্মিথের পরে। এখনও পর্যন্ত ৮৬ টেস্ট, ২৪৮ ওয়ানডে ও ৮২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই তিন ফরম্যাটে তাঁর ব্যাটে এসেছে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান।


এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন