রবিবারই ইংল্যান্ড উড়ে যাচ্ছে পাকিস্তান



রবিবারই ইংল্যান্ড উড়ে যাচ্ছে পাকিস্তান




স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সফরগামী পাকিস্তান ক্রিকেট দলের ১০ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ এলেও সফর স্থগিত হচ্ছে৷ নির্ধারিত সময় অর্থাৎ রবিবারই পাকিস্তান দল ইংল্যান্ড সফরে আসছে৷ শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে৷মঙ্গলবার যে সাত ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে, তাঁরা হলেন মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মহম্মদ হাসনাইন, ফকর জামান, মহম্মদ রিজওয়ান, কাশিফ ভাট্টি৷ এর আগে সোমবার যে তিনজনের রিপোর্টে পজিটিভ এসেছিল, তাঁরা হলেন প্রতিশ্রুতিমান ওপেনিং ব্যাটসম্যান হায়দার আলি, অল-রাউন্ডার শাদাব খান এবং ফাস্ট বোলার হ্যারিস রাউফ৷ পাকিস্তান দল ইংল্যান্ড উড়ে গেলেও যে সব ক্রিকেটারের রিপোর্ট পিজটিভ এসেছে, তাঁরা দলের সঙ্গে যাচ্ছে না৷




করোনা থাবা বসিয়েছে ব্রিটেনেও৷ ব্রিটেনে এখনও পর্যন্ত এক লক্ষ ৯০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷ মারা গিয়েছেন ৪৩ হাজার মানুষ৷ পাকিস্তান দল ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট এবং তিনটি টি-২০ খেলবে। অগস্টে ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্ট হওয়ার কথা৷ নির্ধারিত সূচি মেনেই সফর হবে জানিয়েছে ইসিবি৷অভ্যন্তরীণ দু’টি চার দিনের প্রস্তুতি ম্যাচ নিয়ে প্রথম টেস্টের আগে তাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার আগে পাকিস্তান দলকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে৷ তবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু করার আগে করোনা আবহের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড৷ জুলাই সাউদাম্পটনে শুরু হওয়া তিন টেস্টের সিরিজে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি৷





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন