Big Breaking: করোনা ভাইরাসের কারণে টি-২০ বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত



Big Breaking: করোনা ভাইরাসের কারণে টি-২০ বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত




 নিউজ ডেস্ক: অবশেষে ২০২০ টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করল আইসিসি৷ সোমবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে অক্টবোরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷




সম্ভাবনা ছিলই, শেষ পর্যন্ত তাতে সিলমোহর দিল আইসিসি৷ মাস দু’য়েক ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল করোনাভাইরাস অতিমহামারী পরিস্থিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন কার্যত অসম্ভব৷ তবুও বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে টালবাহানা করছিল আইসিসি৷ কিন্তু অবশেষ সোমবার চলতি বছর অর্থাৎ ২০২০ টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার কথা ঘোষণা করেন আইসিসি৷




১৬ দলের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত৷ কিন্তু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে কোভিড-১৯ প্রকোপের কারণে অনেক আগেই এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷




সোমবার আইসিসি বিবৃতি দিয়ে এদিনের বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়, ‘আজকের মিটিংয়ে ২০২০ টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে পরের তিনটি আইসিসি টুর্নামেন্ট নির্ধারিত সূচি অনুযায়ী হবে৷




এই গুলি হল: আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২১ অক্টোবর থেকে ২০২১ নভেম্বর৷ ফাইনালটি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ২০২১৷


আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে অক্টোবর -নভেম্বর ২০২২৷ ফাইনাল ম্যাচটি হবে ১৩ নভেম্বর ২০২২৷


এছাড়া আইসিসি পুরুষ ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে অক্টোবরে-নভেম্বর ২০২৩৷ ফাইনাল ২৬ নভেম্বর৷








গত তিনটি বৈঠকে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে ফলপ্রসূ কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি আইসিসি। ইংল্যান্ড নিজেদের মাটিতে আগামী মাসে বায়ো-সিকিওর পরিবেশে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ আয়োজন করলেও অন্যান্য দেশগুলি করোনা আবহে ক্রিকেট আয়োজনের নিরিখে অনেকটাই পিছিয়ে। যা পরিস্থিতি ১৬ দলকে নিয়ে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে আইসিসি’র ফ্ল্যাগশিপ টুর্নামেন্টও স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলল আইসিসি৷




তবে আইবিসি বোর্ড দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে৷ ২০২১ ও ২০২২ সালে খেলাধুলা নিরাপদ এবং সফল বিশ্বব্যাপী ইভেন্টগুলি মঞ্চে সক্ষম করতে নিশ্চিত করতে ভবিষ্যতের আয়োজকদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপলব্ধ সমস্ত তথ্যের মূল্যায়ণ করবে৷ পাশাপাশি, আইবিসি বোর্ড আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২১ মঞ্চে সক্ষম হতে পারার বিষয়ে পরিস্থিতি মূল্যায়ন করতে থাকবে।




আইসিসি-র প্রধান নির্বাহী মনু সাওয়নি বলেন, ‘আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি৷ তাই জরুরী পরিকল্পনার মহড়া গ্রহণ করেছি৷ এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমাদের খেলাটির সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করা আমাদের অগ্রাধিকার। আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তটি আমাদের কাছে উপলভ্য সমস্ত বিকল্পের যত্ন সহকারে বিবেচনা করার পরে নেওয়া হয়েছে৷ আমরা বিশ্বজুড়ে ভক্তদের সামনে দু’টি নিরাপদ ও সফল টি-২০ বিশ্বকাপ দেখার সেরা সুযোগ দিতে চায়।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন