নিউজিল্যান্ডে আইপিএল এর খবর গুজব! সাফ জানাল কিউয়ি বোর্ড
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: সম্প্রতি করোনা ভাইরাসের কবল থেকে পুরোপুরি মুক্ত হয়েছে নিউজিল্যান্ড। তার প্রেক্ষিতে ভারতে না হলে আইপিএল নাকি নিউজিল্যান্ডে হতে পারে এমন একটি খবর সামনে এসেছিল। কিন্তু তা যে কেবলই জল্পনা, তা বুঝিয়ে দিয়েছে কিউয়িরা। সাফ জানিয়েছে, বিসিসিআই-কে এ সংক্রান্ত কোনও প্রস্তাবই তারা দেয়নি।
করোনা ভাইরাসের আবহে ভারতে আদৌ আইপিএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে শ্রীলঙ্কা, সৌদি আরব তাদের দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বলে খবর। এ ব্যাপারে বিসিসিআইয়ের কাছে আবেদনও করেছে ওই দুই দেশ। যদিও এই ইস্যুতে বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। আইপিএল ভারতে হোক, তা মনপ্রাণ দিয়ে চান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, ভারতকে সামনে রেখেই টুর্নামেন্টের গুটি সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিকল্প ভাবনা করতেও বিসিসিআই প্রস্তুত বলে জানিয়েছেন মহারাজ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)