ভারী বর্ষণের জেরে হাসিমারা থেকে সাঁতালি চা বাগানে যোগাযোগ বিচ্ছিন্ন
নিউজ ডেস্ক, আলিপুরদুয়ারঃ ভারী বর্ষণের জেরে হাসিমারা থেকে সাঁতালি চা বাগানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার জেলার হাসিমারাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে হাসিমারাতে বৃষ্টিপাত হয়েছে ১৯৫ মিমি এবং আলিপুরদুয়ারে ৭৬.২০ মিমি। ভারী বর্ষণের জেরে হাসিমারা ভোলা ঝোরা ফুলেফেঁপে উঠেছে এবং হাসিমারা থেকে সাঁতালি চা বাগান গামী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ।
এলাকায় ভারী বর্ষণ ও ভুটান পাহাড়ে বর্ষণের জেরে ফুলে ফেঁপে উঠেছে বাঙরি এবং এর ফলে মাদারিহাট থেকে হাণ্টাপাড়া,টোটোপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো । নদীর দুপাশে অপেক্ষারত বহু মানুষ কখন জল কমবে কখন তারা ঘরে ফিরবে ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)