আইসিসির চেয়ারম্যান পদের জন্য সৌরভ গাঙ্গুলির নাম সুপারিশ করলেন স্মিথ
নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ বলেছেন, সৌরভ গাঙ্গুলীকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। সামনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাচন আসছে। আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে কয়েকজন প্রতিনিধি আছেন। আমার মতে সৌরভ গাঙ্গুলীরই এই পদে বসা উচিত। আধুনিক ক্রিকেট সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান আছে।
অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভের জার্সি ওড়ানো প্রসঙ্গে স্মিথ বলেছেন, আমরা সবাই জানি সৌরভ গাঙ্গুলী ক্রিকেটের প্রতি প্রচণ্ড আবেগপ্রবণ। সবারই নিশ্চয়ই দাদার ওই উৎসবটা মনে আছে। সৌরভের আবেগটা কিন্তু ওই উৎসবের মধ্যে ধরা পড়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে,ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।