টিম ইন্ডিয়ার অনুশীলনও এবার হতে পারে বিদেশে, ১৭ জুলাই বোর্ডের বৈঠক
নিউজ ডেস্ক : আইপিএল তো বটেই, করোনা ভাইরাসের জেরে টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরও নাকি দেশের বাইরে হতে পারে বলে বিসিসিআইয়ের একটি সূত্র মারফত জানানো হয়েছে। কোন দেশে, কবে হতে পারে এই শিবির, চলবে কতদিন, সে ব্যাপারে কিছু জানান হয়নি। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে আগামী দুই থেকে তিন মাস যে ভারতে ক্রিকেট চালু করা সম্ভব নয়, তা বুঝে গিয়েছে বিসিসিআই। তা বলে হাত গুটিয়ে বসে থাকাটাও তো কাজের কাজ নয়! আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে। কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিরাট কোহলিদের। সে কথা মাথায় রেখে যেনতেন প্রকারেণ টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবির চালু করতে বদ্ধপরিকর সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। ভারতে না হলে দুবাইতে এই শিবির আয়োজন করা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।
বিসিসিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, করোনার শঙ্কা দূরে ঠেলে অবিলম্বে ক্রিকেট শুরু করতে চাইছে বিসিসিআই। সেই লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর চালু করতে মুখিয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তারই অংশ হিসেবে সৌদি আরবের দুবাইতে টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবির আয়োজন করা হতে পারে বলে সূত্রের খবর। ছয় সপ্তাহ ধরে চলতে পারে সেই ক্যাম্প। আগামী ১৭ জুলাই অর্থাৎ শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকেই টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
[ আরোও পড়ুন, বুধবারই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)