Telegram Group Join Now
WhatsApp Group Join Now


এবার রেলের বিরাট বেসরকারিকরন, ১৫১ টি ট্রেন চালাবে প্রাইভেট কোম্পানি



এবার রেলের বিরাট বেসরকারিকরন, ১৫১ টি ট্রেন চালাবে প্রাইভেট কোম্পানি




নিউজ ডেস্ক: ইঙ্গিত মতোই ভারতীয় রেলে আরও বেসরকারিকরণের পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার ৷ ১০৯ রুটে ১৫১টি সুপার ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের সঞ্চালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে ভারতীয় রেল ৷ আয় বাড়াতে ও আরও ভাল যাত্রী পরিষেবার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে ৷  ভারতীয় রেল নেটওয়ার্কের তরফ থেকে বেসরকারি বিনিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে ৷ এই যোজনার ফলে ভারতীয় রেলে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে ৷ গত বছর লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের দায়িত্ব ভারতীয় রেল তুলে দিয়েছিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর হাতে ৷ তবে প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের এমন উদ্যোগ এই প্রথম ৷ ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ‘ভারতীয় রেলে আরও উন্নত ও আধুনিক টেকনোলজিকে সামিল করার উদ্যোগ এটি ৷ এর ফলে রক্ষণাবেক্ষণের খরচ কমবে, যাত্রার সময় বাঁচবে, বাড়বে সুরক্ষা ৷ বেসরকারি বিনিয়োগে যাত্রীরা পাবেন বিশ্বমানের পরিষেবা ৷ বাড়বে কর্মসংস্থানও ৷’






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।



নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now